Halloween Costume ideas 2015

ভাঙ্গায় শান্তি পূর্ণ পরিবেশে এইচ.এস.সি. পরীক্ষা অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি : 

ফরিদপুরের  ভাঙ্গায় শান্তি পূর্ণ পরিবেশে এইচ, এস,সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র(বিষয় কোর্ড-১০২) পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশের ন্যায় সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়।এখানে মোট ৩টি কেন্দ্রে মোট ১হাজার ১শ ৪৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে এবং ৯ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে।এছাড়া আলাদা কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

সকাল থেকেই পরীক্ষা কেন্দ্র গুলোতে আইন শৃংখলা রক্ষায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিন , সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিন বলেন ,ভাঙ্গায় প্রতিটি কেন্দ্রে সম্পূর্ণ নকল মুক্ত ও শান্তি পূর্ণ পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। 


একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget