Halloween Costume ideas 2015

ফ্যাক্টচেকিং প্রশিক্ষণে অংশ নিলেন চার বিভাগের ২৮ সাংবাদিক


 

প্রেস বিজ্ঞপ্তি :

চার বিভাগের বিভিন্ন জেলার ২৮ জন সাংবাদিকের অংশগ্রহণে খুলনায় শেষ হলো দুইদিনব্যাপী ফ্যাক্টচেকিং প্রশিক্ষণ। শনিবার খুলনার হোটেল গ্রান্ড প্ল্যাসিডে সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনায় সুশাসনের জন্য নাগরিক-সুজন সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা। এসময় তিনি বলেন, যেকোনো সময়েই সাংবাদিকেরাই সাধারণ মানুষের মূল ভরসার জায়গা। প্রশিক্ষণ পাওয়া সাংবাদিকেরা সত্য তথ্য প্রকাশে আরও দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।



সিসিডি বাংলাদেশ এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ও রাজশাহীর ইন্টারনিউজের প্রকল্প সমন্বয়ক মোস্তাফিজুর রহমান জানানদুইদিনের এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ২৮ জন সাংবাদিক। তারা বলেন, নির্বাচনের বছরে গুজব প্রতিরোধে এটি সময়োপযোগী প্রশিক্ষণ। বাংলাদেশ ফ্যাক্টচেকিং নেটওয়ার্ক নামে ফেসবুকভিত্তিক এক প্ল্যাটফর্মে যুক্ত হোন তারা। যেখানে তথ্যের সত্যতা যাচাই ও গুজব প্রতিরোধে পরস্পরকে সহযোগিতা করবেন সাংবাদিক ও বিশেষজ্ঞরা।

অ্যাডভান্সিং লোকাল ইলেক্ট্রোরাল রিপোর্টিং (অ্যালার্ট) ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কর্মসূচি আয়োজন করে সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশ- সিসিডি বাংলাদেশ। সহযোগিতা করছে ইউরোপীয়ন ইউনিয়ন ও ইন্টারনিউজ।

একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget