Halloween Costume ideas 2015

জার্মানিতে ইসরাইলের যুদ্ধবিমান কি করছে?

আন্তর্জাতিক ডেস্ক :
ইতিহাসে প্রথমবারের মতো জার্মানির মাটি ছুঁয়েছে ইসরাইলের যুদ্ধবিমান।


ডয়চে ভেলে জানিয়েছে, সোমবার ইসরাইলি বিমানবাহিনীর ছয়টি যুদ্ধবিমান জার্মানিতে পৌঁছায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং মিউনিখ অলিম্পিকে হামলায় নিহতদের শ্রদ্ধা জানানোর এক আয়োজনে অংশ নেবে বিমানগুলো।

ইসরাইলের এসব যুদ্ধবিমান ন্যোরভেনিচ বিমানঘাঁটিতে অবতরণ করার পর এক টুইটবার্তায় জার্মান বিমানবাহিনী জানায়, ছয়টি এফ-১৬ বিমান দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ব্লুউইংস২০২০ এবং মাগডেজ মহড়ায় অংশ নেবে।

গত বছর একই রকমের কার্যক্রমে অংশ নিতে জার্মানির বিমানবাহিনীর কয়েকটি বিমান ইসরাইলে গিয়েছিল বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক চলার সময় ১১জন ইসরাইলিকে হত্যা করা হয়েছিল। তাদের স্মরণে জার্মানি আর ইসরাইলের যুদ্ধবিমান পাশাপাশি থেকে ফুয়ারস্টেনফেল্ডব্রুক বিমানঘাঁটির ওপরে উড়বে।

জার্মানির বিমানবাহিনীর পরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল ইঙ্গো গেরহার্ৎস ইসরাইল এবং জার্মান বিমানের এই যৌথ মহড়াকে চলমান বন্ধুত্বের নিদর্শন হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি বলেন, হলোকস্টে যে নির্মম হত্যাযজ্ঞ চলেছিল তার বিরুদ্ধে অবস্থান প্রকাশ করতে জার্মানিকে ‘ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে হবে।’

একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget