Halloween Costume ideas 2015

মুক্তিযোদ্ধা আঃ সেলিম ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরন

 এস এম মনিরুজ্জামান, ফরিদপুর :
 ফরিদপুরে প্রবাসী তানবির সেলিম সার্থকের সহযোগীতায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন দরিদ্র ৩০০শত  পরিবারের  বাড়ী বাড়ী  খাদ্য সামগ্রী পৌছাই দিচ্ছেন  বীর মুক্তিযোদ্ধা আঃ সেলিম ফাউন্ডেশন  । সোমবার  বিকালে   শহরের চরকমলাপুরে  খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করেন ফরিদপুরের সিনিয়র সাংবাদিক মোঃ সাজ্জাদ হোসেন রনি ও বীর মুক্তিযোদ্ধা আঃ সেলিম ফাউন্ডেশনের সমন্বয়ক মোঃ কামরুল হাসান। এসময়  সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীন পরিবারের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী হিসেবে ৫ কেজি চাল,১কেজি ডাল,১লিটার তৈল,১টি মুরগী,১কেজি চিড়া,১কেজি চিনি,১ প্যাকেট সেমাই বিতরন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা আঃ সেলিম ফাউন্ডেশনের  সমন্বয়ক মোঃ কামরুল হাসান এই প্রতিবেদককে জানান,করোনা ভাইরাসের কারনে কর্মহীন দরিদ্র পরিবার গুলোর জন্য বীর মুক্তিযোদ্ধা আঃ সেলিম ফাউন্ডেশনের উপদেষ্ঠা প্রবাসী  তানবির সেলিম সার্থকের সহয়তায়  এই কার্যক্রম পরিচালনা করছি। তিনি জানান, আমাদের  এই কার্যক্রম আগামীতে ও চলমান থাকবে।


একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget