ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক মাষ্টার (৮৮) কিডনী ও হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেসালিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর পৌনে ২ টায় ইন্তেকাল করেছেন। (ইন্নে লিল্লাহি-------রাজিউন)। মরহুমের লাশ ঢাকা থেকে আসার পর উপজেলা গাজীরটেক ইউনিয়নের উত্তর চর সুলতানপুর গ্রামের বাড়ীতে গার্ড অব অনার, নামাজে জানাযা ও দাফন কাফন সম্পন্ন হবে বলে মরহুমের পারিবারিক সূত্র জানিয়েছেন। মরহুম আজিজুল হক মাষ্টার ৫ ছেলে ২ মেয়ে ও ২ স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মোঃ আজিজুল হক মাষ্টারের মৃত্যুতে এলাকায় শোকের মাতম নেমেছে। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো আ’লীগ সভাপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শুক্রবার স্থানীয় নেতা আনোয়ার আলী মোল্যা বলেন, “ স্বাধীনতা পরবর্তি দীর্ঘকাল পর্যন্ত আমার মরহুম পিতা গঞ্জর আলী মোল্যা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও মোঃ আজিজুল হক মাষ্টার সভাপতির পদে দু’জনে জুটি বেঁধে অত্যন্ত নিষ্ঠা ও ত্যাগের মহিমা নিয়ে অনেক বাঁধা বিপত্তির মধ্যে থেকেও উপজেলায় আ’লীগ টিকিয়ে রেখেছিলেন। তিনি মরহুম মোঃ আজিজুল হক মাষ্টরের বিদ্বেহী আতœার মাগয়েরাত কামনা করেন এবং উপজেলার সবার কাছে তিনি মরহুমের জন্য দোয়া কামনা করেন”।
জানা যায়, মোঃ আজিজুল হক মাষ্টার স্বাধীনতা পরবর্তি বিগত ৪৫ বছর ধরে দফায় দফায় উপজেলা আ’লীগের সভাপতির পদাসীন থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তার পিতা শহীদ শেখ সৈয়দ আহাম্মেদ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন। মোঃ আজিজুল হক মাষ্টার একজন হাই স্কুল শিক্ষক ছিলেন। তিনি উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে চাকুরী জীবন থেকে অবসর নেন। এছাড়া মোঃ আজিজুল হক মাষ্টার তার জীবদ্দশায় উপজেলা গাজীরটেক ইউনিয়ন পরিষদের তিন দফায় চেয়ারম্যান নির্বাচিত হন।
তার মৃত্যুতে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা জানান, “ উপজেলা আ’লীগের ত্যাগী নেতাদের মধ্যে অন্যতম মোঃ আজিজুল হক মাষ্টার সারা জীবন দলের জন্য নিঃস্বার্থভাবে লড়াই সংগ্রাম করেছেন। তার মৃত্যুতে উপজেলাবাসী একজন স্বাধীনচেতা তারকা হারালো। তিনি মরহুমের বিদ্বেহী আতœার মাগফেরাত কামনা সহ শোকাহত পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান”।
একটি মন্তব্য পোস্ট করুন